ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৫ শুরু হচ্ছে। ২৮ নভেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. আফজাল হোসেন প্রমুখ।