দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দর্শনা পৌসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সময় সূচির গণবিজ্ঞপ্তি জারি করেছেন রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। তিনি গতকাল বুধবার বিকেলে পৌরসভা নির্বাচন বিধিমালা, ২০১০’র বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের পত্র নং ১৭.০০.০০০০.০৩৪.০৩৮.০০৫.১৫ (অংশ-১)-৩৫২, তারিখ-২৪ নভেম্বর ২০১৫ এর প্রজ্ঞাপন মোতাবেক সময়সূচি ধার্য করে গণবিজ্ঞপ্তি জারি করেন। ঘোষিত সময় সূচিতে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ ডিসেম্বর, (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত), মনোনয়নপত্র বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।