ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার সকালে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে যুবলীগ নেতা বিপ্লব গ্রুপের নুরুন্নাহার, আফিজ উদ্দীন, লিয়াকত আলী এবং আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ গ্রুপের মাহফুজুর রহমান, তার স্ত্রী ও মানিককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সামাজিক কোন্দলের জের ধরে বুধবার সকাল ১১টার দিকে প্রতাপপুর গ্রামে যুবলীগ নেতা বিপ্লব গ্রুপ ও তার প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মহিলাসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।