ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সৌদি প্রবাসী আল মামুন (৩২) অবশেষে মারা গেছেন। গতপরশু সন্ধ্যায় কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের বেজপাড়া এলাকায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে তিনি আহত হন। গতকাল সকালে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিথেকের পারিবারিকসূত্রে জানা গেছে, ১০ বছর সৌদি আরবে থাকার পর বিয়ে করতে সম্প্রতি বাড়ি আসেন কোটচাঁদপুর মেন বাসস্ট্যান্ড এলাকার গফুর বিশ্বাসের ছেলে আল মামুন। গতকাল সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ থেকে বিয়ের জন্য মেয়ে দেখে বাড়ি ফেরার পথে বেজপাড়া এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে গতকাল সকালে তিনি মারা যান।

Leave a comment