স্টাফ রিপোর্টার: রাত পৌনে ১টার দিকে পাইপ দিয়ে মারপিট করা হয়েছে চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী খাতুন স্টোরের সত্ত্বাধিকারী শহিদুল হক মুন্সিকে। তিনি চুয়াডাঙ্গা বড়বাজারের সাতভাই পুকুরের অদূরবর্তী স্থানের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি সিনেমাহলপাড়ায় ফেরার সময় সানডিয়ান হোটেলের নিকট গলিতে ছিনতাইকারীর কবলে পড়েন বলে জানিয়েছেন। তাকে ও তার সাথে থাকা নৈশপ্রহরীকে মারপিট করে মোটরসাইকেলে ঝুলিয়ে রাখা টাকার ব্যাগ নিয়ে সটকে পড়ে মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারী। ব্যাগে ছিলো ৭ লাখ ৬০ হাজার টাকা।
জানা গেছে, চুয়াডাঙ্গা বড়বাজার আড়তপট্টির ব্যবসায়ী শহিদুল হক মুন্সি। তিনি প্রায় প্রতিরাতেই গভীর রাতে বাড়ি ফেরেন। গতরাত ১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। ঘাড়ে পিঠে ও মুখে বাটাম বা জিআই পাইপ দিয়ে আঘাত করা হয়। তিনি বলেছেন, রাত পৌনে ১টার দিকে নৈশপ্রহরী রনু বকশকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি সিনেমাহলপাড়ায় ফিরছিলাম। কাছে ছিলো ৭ লাখ ৬০ হাজার টাকা। সানডিয়ান হোটেলের নিকট পৌঁছুলে পেছন থেকে আঘাত করে। কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় এক যুবক। নৈশপ্রহরী রনু বকশও আহত হয়েছেন। তাকেও চিকিৎসা দেয়া হয়েছে।
প্রাথমিক চিকিৎসা নিয়ে দুজনেই বাড়ি ফিরলেও পুলিশকে অবশ্য গতরাতে জানানো হয়নি। আড়ালে অন্য কোনো ঘটনা নিহিত আছে কি-না তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শহিদ মুন্সি বলেছেন, একজনেই মোটরসাইকেলযোগে পেছনে ধাওয়া করে। পেছন থেকে মারপিট করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
খাতুন স্টোরের মালিক শহিদ মুন্সীকে মেরে ৭ লক্ষাধীক টাকা ছিনতাই!
