মেহেরপুর অফিস: ফুটবল খেলাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা ও গোভিপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি বর্ষণ করেছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা ক্ষতি করেছে উঠতি ফসলের ও কৃষি যন্ত্রপাতির।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, গত শনিবার বিকেলে পার্শ্ববর্তী গুচ্ছগ্রাম মাঠে শালিকা ও গোভিপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়। এর জের ধরে সোমবার বিকেলে শালিকার এক নসিমনচালককে কুপিয়ে আহত করে গোভিপুর গ্রামের কয়েকজন। এ খবর ছড়িয়ে পড়লে দু গ্রামবাসী মসজিদের মাইক ব্যবহার করে লোকজন জড়ো করে। পরে তারা গ্রামের মাঠের মাঝখানের মাঠে অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে মেহেরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। পুলিশের লাঠিচার্জ ও গুলিতে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এ ঘটনায় উভয় পক্ষের দুজন আহত হয়। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দু গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও শালিকা গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে গোভীপুর গ্রামবাসীর মাঠের বিভিন্ন ফসলের ক্ষতিসাধন করে ও দুটি শ্যালোমেশিনে আগুন দিয়ে চলে যায়।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।