স্টাফ রিপোর্টার: ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের এক নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অলোক সেন ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরে চরকমলাপুর এলাকায় নিজ বাড়ির সামনে তিনি এ হামলার শিকার হন বলে জানিয়েছেন তার স্ত্রী শিখা ঘোষ সেন। তিনি বলেন, বিকেলে আমরা বাসা থেকে বের হওয়ার সময় বাড়ির সামনে মুখোশধারী দু যুবক আমাদের ওপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে অলোক সেনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ নেতার দু হাত ও শরীরের বিভিন্ন স্থানে চার-পাঁচটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আমার চিৎকারের আশে-পাশের লোক এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অলোক সেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নামের সংগঠনটি। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সিআর দত্ত বীরউত্তম, অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি মি. ঊষাতন তালুকদার এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেন, সংখ্যালঘুদের স্বার্থ, অধিকার ও অস্তিত্ব রক্ষায় নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে ভূমিকা পালনের কারণে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতকারীরা অলোক সেনের প্রাণনাশের জন্যে তার বাড়ি থেকে তাকে মঙ্গলবার বিকেল ৪টার দিকে বের করে নিয়ে এসে হত্যার উদ্দেশ্যে তার ওপর আক্রমণ চালিয়েছে। এই হামলায় অলোক সেনের স্ত্রীও আহত হয়েছেন। দুজনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, বেশকিছুদিন ধরে তাকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছিলো। ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুষ্কৃতকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।