গাংনী প্রতিনিধি: জিয়ারুল ইসলাম (৩০) নামে একজনকে ৩টি বোমা ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব। সোমবার মধ্যরাতে মেহেরপুর গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের দবির উদ্দীনের ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, জিয়ারুল ইসলামের বাড়িতে বোমা ও দেশীয় অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের একটি বিশেষ দল। এ সময় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি বোমা, একটি চাপাতি ও দুটি রামদাসহ জিয়ারুলকে আটক করে র্যাব। জিয়ারুলের বিরুদ্ধে অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। পরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। আটক জিয়ারুল ইসলাম জানায়, তার স্ত্রীকে গ্রামের কিছু লোক উত্ত্যক্ত করে। স্ত্রীকে ভাগিয়ে নিতে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। পেশায় দিনমজুর কৃষক জিয়ারুল ইসলাম নিজেকে নিদোর্ষ দাবি করে জানান, তিনি ষড়যন্ত্রের শিকার।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, জিয়ারুলের নামে থানায় পুর্বে কোনো মামলা কিংবা অভিযোগ নেই। কিছুদিন আগে তার বাড়ির পার্শ্ব থেকে একটি অস্ত্র উদ্ধার করেছিলো পুলিশ। ষড়যন্ত্র করে তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হচ্ছে বলে পুলিশের কাছে স্পষ্ট হওয়ায় বেঁচে যায় জিয়ারুল।