স্টাফ রিপোর্টার: টানা দু হারের পর চীনে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে জয় পেয়েছে বাংলাদেশ। চীনের স্থানীয় দল হেবেইয়েকে ১-০ গোলে হারিয়েছে মামুনুললা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ৩৯তম মিনিটে তকলিস আহমেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই স্কোরেই শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে মামুনুলরা।
এক ভিডিও বার্তায় অধিনায়ক মামুনুল বলেন, শুরুর দুটা ম্যাচের চেয়ে আমরা ম্যাচ অনেক ভালো খেলেছি; ফল আমাদের পক্ষে এসেছে। তার কারণ হলো, আমরা আগের মতো ৪-৩-৩ ফরমেশনে এবং আগের মতো যার যার পজিশনে খেলেছি।
এ ম্যাচটি আমরা আরও বেশি ব্যবধানে জিততে পারতাম। ৮২ ও ৯০ মিনিটে গোলের দুটি সুযোগ মিস করায় সেটা হয়নি, যোগ করেন জাতীয় দলের নির্ভরযোগ্য এ মিডফিল্ডার। চীনের ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ওপেন নামের এই টুর্নামেন্টে বাংলাদেশ প্র্রথম ম্যাচে মিয়ানমারের দল হান্থারওয়াদি ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ। গ্রুপের দ্বিতীয় ম্যাচে চীনের দল লিজিয়ানের কাছে ২-১ গোলে হেরে যায় মামুনুলরা।