আন্দুলবাড়িয়া প্রতিনিধি: গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গ্যাঁড়াকলে পড়া এক যুবককে তার স্বজনরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ধর্ষণ অপচেষ্টার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ফকিরচাঁদ মণ্ডলের ছেলে তাজমুল ইসলাম (২৯) গত রোববার রাত ৮টার দিকে প্রতিবেশীর অনুপস্থিতে তার স্ত্রী দু সন্তানের জননীকে ধর্ষণের অপচেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে স্বজনরা অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করে। পরিবারের সদস্যরা বলেন, রাত সাড়ে ৯টার দিকে তাজমুলের স্বজনরা দলবদ্ধভাবে বাড়িঘরে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। হামলাকারীদের বাঁধা দিতে গেলে গৃহবধূর স্বামী ও মৃত লাল মোহাম্মদের ছেলে ইউনুছ আলী আহত হয়। আহতদের জীবননগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। গৃহবধূ বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে গতকাল জীবননগর থানায় মামলা দায়ের করেন। জীবননগর থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবীরের নির্দেশে শাহাপুর ভারপ্রাপ্ত ক্যাম্প ইনর্চাজ এএসআই পলাশ পারভেজ গতকাল বিকেলে অভিযান চালিয়ে ফকিরচাঁদ মণ্ডলের ছেলে অভিযুক্ত ধর্ষক তাজমুল ইসলাম (২৯) ও মৃত হোসেন আলীর ছেলে ফুলচাঁদ মণ্ডলকে (৪৫) গ্রেফতার করেন। তবে বিবাদীগণের পক্ষে গ্রামের শরিফুল ইসলাম গৃহবধূর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বলেছেন, সে মোবাইলফোনে তাজমুলকে বাড়িতে ডেকে নেয়।