স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৈয়দা সায়েরা মহসিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিণী। গতকাল রোববার বিকেলে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজার-৩ উপনির্বাচনের আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম এজহারুল হক এ ঘোষণা দেন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টির প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ও মো. খোরশেদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আগামী ৮ ডিসেম্বর সৈয়দ মহসিন আলীর শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমাজকল্যানমন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
সায়েরা মহসিন নির্বাচিত
