মাথাভাঙ্গা মনিটর: মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল- এমন মন্তব্য করে বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেজ জানান, আমরা ৪-০ গোলে জিতবো আশা করিনি। কিন্তু জয়ের বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন বলেও জানান তিনি। সুয়ারেজ বলেন, মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু আমরা তাদের ভুলের সুযোগ নিয়েছি।
স্পেনের লা লিগায় গত শনিবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নে ব্যু-তে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করেন সুয়ারেজ। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়।