ভালো কাজে দরকার ভালো মানুষগুলোর ঐক্যবদ্ধতা : সম্মিলিত প্রচেষ্টা

????????????????????????????????????

স্টাফ রিপোর্টার: ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন ‘ফারিয়া’ চুয়াডাঙ্গা শাখার নবগঠিত ৪১ সদস্যের কার্যকরি কমিটির অভিষেকে প্রধান অতিথি সংগঠনের প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেছেন, কে কোন মতের, কোন ধর্মের, কোন বর্ণের তা বিবেচ্য নয়, ভালো কিছু করার জন্য দরকার ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ থাকা। সম্মিলিত প্রচেষ্টা। চুয়াডাঙ্গায় কর্মরত ফার্মসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভরা সংগঠিত হয়েছে। শিক্ষিত মানুষের সংগঠিত হওয়া এখন খুবই দরকার। এ সংগঠন অবশ্যই ভালো ভালো কল্যাণমুখি পদক্ষেপ নেবে। আমি সব সময় সকল ভালো কাজের সাথে থেকেছি, আছি, থাকবো। ফারিয়া’র সাথেও আছি, থাকবো। যখনই প্রয়োজন, তখনই স্মরণ করবেন। আমাকে পাবেন। মনে রাখবেন, আমি আপনাদেরই একজন।
গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরামের আহ্বায়ক আমিনুল ইসলাম মুকুল সভাপতিত্ব করেন। ফারিয়া চুয়াডাঙ্গার নতুন কমিটির পরিচিতি তথা অভিষেক অনুষ্ঠানের প্রধান প্রতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে মোটরসাইকেল শোভযাত্রাসহকারে অনুষ্ঠানস্থলে নেয়া হয়। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন ও চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম। স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত ফারিয়া’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু ও সাংগঠনিক সম্পাদক বকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দিয়ে আলোচনাসভা শুরু করেন সভার সভাপতি। ম্যানেজার ফোরামের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে রেজাউল ইসলাম কর্মজীবনের বাস্তবতা তুলে ধরে উপদেষ্টা পরিষদের বিশেষ করে প্রধান উপদেষ্টার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন। এর আগে অতিথিদের যেমন ফুল দিয়ে বরণ করা হয়, তেমনই নবগঠিত কমিটির সকলকে মঞ্চে আহ্বান জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত এমআরদের করতালিতে মুখরিত হয়ে ওঠে শ্রীমন্ত হলসহ শিল্পকলার মুক্তমঞ্চ প্রাঙ্গণ।
প্রধান অতিথি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা জেলা ফারিয়া’র সকল প্রকারের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভদের সকলেই সুশিক্ষায় শিক্ষিত। শিক্ষিতদের আত্মমর্যাদা রক্ষার যেমন দায়িত্ব রয়েছে, তেমনই জাতি তথা সমাজের প্রতিও রয়েছে কতর্ব্য। ফারিয়া’র সকল সদস্য অবশ্যই সমাজ উন্নয়নে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি। মনে রাখতে হবে, সমাজের সাধারণ মানুষ শিক্ষিতদের আদর্শ ভাবে। ফলে চলনে বলনে অনুকরণীয় হওয়া আমাদের দায়িত্বেরই অংশ।
ফারিয়ার নবগঠিত কমিটিতে যারা রয়েছেন তারা হলেন, সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি মুস্তাক আহম্মেদ ডালিম, বদরুল আলম, শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মোমিন খান, সাংগঠনিক সম্পাদক বকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দফতর সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, সহকোষাধ্যক্ষ দেব প্রসাদ সাহা, প্রচার সম্পাদক মুনছুর আলী, সহপ্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান রনি, সহক্রীড়া সম্পাদক ইমাম হোসাইন, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক তুহিন শেখ, সহধর্ম ও সংস্কৃতি সম্পাদক ধ্রুবজিত কুমার ঢালী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিউটন গাজী। এ ছাড়া কার্যকরি সদস্যরা হলেন, জাফর ইকবাল, প্রদীপ কুমার দাস, নাজমুল হোসেন, সাইফুল ইসলাম, জাহিদ হোসেন, সাজারুল ইসলাম, নওশাদ হুসাইন, আসাদ, আসাদুজ্জামান, জেম মিয়া, বজলুর রহমান, হুমায়ুন রশিদ স্বরজিৎ কুমার, মিজানুর রহমান, কামরুল হাসান, মনিরুজ্জামান মানিক, উলফাৎ হোসেন, কেএম জাহিদুল আলম, আনিছু্জ্জামান, সোলায়মান কবির, আমিনুল ইসলাম ও জুলফিকার।