বিএনপির এখন প্রধান লক্ষ্য দল গোছানো

স্টাফ রিপোর্টার: দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দু মাস লন্ডনে অবস্থান করার পর গত শনিবার দেশে ফেরেন তিনি। লন্ডন থেকে কী বার্তা নিয়ে এলেন- নেতাকর্মীসহ রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনাই এখন জোরেশোরে উচ্চারিত হচ্ছে। দলটির নীতিনির্ধারক ও খালেদা জিয়ার আস্থাভাজন ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, আপাতত সরকারবিরোধী আন্দোলনের কোনো পরিকল্পনা নেই তাদের। দল পুনর্গঠনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। দল এবং জোটের ঐক্য ধরে রাখতে নেয়া হবে কার্যকর নানা পরিকল্পনা। পাশাপাশি জাতীয় বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগও নেয়া হবে। ‘বিভেদ নয়, বৃহত্তর ঐক্যের রাজনীতি করবেন’- দলীয় চেয়ারপারসন এমন স্লোগান নিয়ে মাঠে নামবেন। আর এই শুভ বার্তাটি দ্রুত সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়াসহ সরকারবিরোধী জনমত সৃষ্টিতে বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন খালেদা জিয়া। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার ব্যাপারেও যে কোনো সময় ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। আর এসব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে শিগগির দল ও জোট নেতাদের সাথে বৈঠকে বসবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের এমন পরিকল্পনা ও মনোভাবের কথা জানিয়েছেন দলের একাধিক কেন্দ্রীয় নেতা।
সূত্র জানায়, তৃণমূল পুনর্গঠন শেষ করে হাত দেয়া হবে কেন্দ্রীয় কমিটিতে। সময়-সুযোগমতো ঘরোয়া আয়োজনে কাউন্সিলের মাধ্যমে নির্বাহী কমিটি পুনর্গঠন করার চিন্তাভাবনা রয়েছে। তবে তা সম্ভব না হলে চেয়ারপারসনের একক ক্ষমতাবলে কমিটিতে পরিবর্তন আনা হবে। নিষ্ক্রিয় ও অসুস্থদের বাদ দিয়ে তরুণদের গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী মহাসচিব করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মূল দল ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিতে দ্রুত আনা হবে কাক্সিক্ষত পরিবর্তন।