মাথাভাঙ্গা মনিটর: স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেয়ার পর আনন্দে আত্মহারা লুইস এনরিকে। স্পেনের সফলতম দলের বিপক্ষে দারুণ এ জয়ের রাতটি স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউ থেকে গত শনিবার স্পেনের লা লিগায় ৪-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত দু চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই বরাবরই আবেগের আবহে মোড়া থাকে। ম্যাচ শেষে বিজয়ী বার্সেলোনা কোচও এর থেকে বেরোতে পারেননি। জয়টির স্বাদ স্বর্গীয় মহিমার মতো। আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে স্মরণীয় এক জয় এটা।
ম্যাচ জিতে ৩ পয়েন্ট পাওয়ার জন্যই শুধু নয়, ম্যাচটি যেভাবে নিয়ন্ত্রণ করে বার্সেলোনা জিতেছে; তাতেও দারুণ খুশি এনরিকে। আমি শুধু জয় পেয়েই সন্তুষ্ট নই, যেভাবে আমরা এটা করেছি তার জন্যও। আমরা তাদের চেয়ে ভালো দল ছিলাম। দল জানত, আমাদের কি দরকার ছিল এবং আমরা সেটা পেয়েছি। জয়টি বের্নাবেউতে এসেছে বলে একটু বেশিই খুশি এনরিকে।