প্রধানমন্ত্রীর এমপিওভুক্তির আশ্বাসে শিক্ষকদের কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর আশ্বাসে টানা ২৮ দিন শেষে গতকাল রোববার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। একই সাথে দুপুর ২টা নাগাদ জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা ছেড়ে দেন আন্দোলনরত শিক্ষকরা।
এর আগে সকালে শিক্ষকরা প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি ও সমাবেশে অংশ নেন। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর একটার দিকে শিক্ষকদের সমাবেশস্থলে এসে প্রধানমন্ত্রীর আশ্বাসের বিষয়টি জানান শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা।
ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এশারত আলী বলেন, যেহেতু প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তাই আমরা আশা করছি, শিগগিরই ননএমপিও সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর এ আশ্বাসের ভিত্তিতেই আমরা আন্দোলন স্থগিত করেছি। এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৮ ও ২৯ অক্টোবর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এই শিক্ষক-কর্মচারীরা। পরে কয়েক দিন অনশন শেষে আবার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।