দর্শনা অফিস: দর্শনা পুলিশ ও বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে পুলিশের হাতে গাঁজাসহ গ্রেফতারকৃত নুরুকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালতের বিচারক। বিজিবির হাতে আটককৃত নুহুর বিরুদ্ধে মামলাসহ সোপর্দ করা হয়েছে থানা পুলিশে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা বাসস্ট্যান্ড রশিক শাহ’র মাজারের সামনে। পুলিশ মাজারের সামনের সড়ক থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ার আমির হামজার ছেলে নুরু হককে (২৭) গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, নুরুর কাছ থেকে উদ্ধার করা হয় ১শ গ্রাম গাঁজা। ঘটনার পরপরই ঘটনাস্থলেই দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে নুরুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালতের বিচারক ফরিদুর রহমান।
অপরদিকে শনিবার সকাল ৭টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফোরকান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শ্যামপুর জোড়া বটতলা নামকস্থান থেকে বাইসাইকেলসহ আটক করেছেন শ্যামপুরের কফিল উদ্দিনের ছেলে নুহুকে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে নুহুর কাছ থেকে উদ্ধার করা হয় ৫শ গ্রাম গাঁজা। এ ঘটনায় হাবিলদার ফোরকান বাদী হয়ে নুহুর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।