জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা জাসদের সাবেক সভাপতি ওয়ালিউল ইসলাম রঞ্জু’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা জাসদের উদ্যোগে গতকাল রোবাবর বিকেলে বাসস্ট্যান্ডের বটতলায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু।
উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদের সভাপাতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম বাবু বলেন, প্রয়াত জাসদ নেতা সাংবাদিক ওয়ালিউল ইসলাম রঞ্জু সাধারণ খেটে খাওয়া মানুষের মুক্তির জন্য অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। সেই লক্ষ্যে রাজনৈতিক দর্শন নিয়ে তিনি কাজ করতেন। তিনি ছিলেন নিরহঙ্কার ও নির্লোভ একজন মানুষ। তার মতো আদর্শ মানুষের আজ বড় অভাব। তিনি বলেন প্রিয় এ মানুষটি সড়ক দুর্ঘটনায় অকালে এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার মতো মানুষের আজ বড় প্রয়োজন ছিলো।
উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলমের উপস্থাপনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, ন্যাপ চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক কাজী বদরুদ্দোজা, কমিউনিস্ট পার্টির জীবননগর উপজেলা সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ.ন.ম সালাহ উদ্দীন কবির, উপজেলা জাসদের সহসভাপতি হযরত আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, সাংবাদিক শেখ শহিদুল ইসলাম, মারুফ মালেক, জাসদ নেতা হারুন-অর-রশিদ, মিলন মল্লিক, যুবলীগ নেতা শফিকুল আলম নান্নু ও আকিমুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ নভেম্বর ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।