জানুয়ারিতে বিয়ে করছেন প্রীতি জিনতা!

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিয়ের পিড়িতে বসতে চলেছেন প্রীতি জিনতা। আগামী জানুয়ারিতেই যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে সাত পাকে বাধা পড়তে চলেছেন তিনি। নিশ্চিত সূত্রে এখনো বিষয়টি নিশ্চিত না হওয়া গেলেও কিংস ইলেভেন পঞ্জাব দলের মালিকের বিয়ের গুঞ্জন নিয়ে সরগরম বলিউড।

মুম্বাই মিরর নামের একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে আগামী বছর জানুয়ারিতে মার্কিন নাগরিক জেন গুডএনাফের সঙ্গে গাঁটছড়া বাধছেন প্রীতি। জানুয়ারিতে আমেরিকা উড়ে যাবেন প্রীতি। সেখানেই ছোট অনুষ্ঠান করে তার মার্কিন প্রেমিক গুডএনাফের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করবেন ৪০ বছর বয়সী প্রীতি।

mmmm

Leave a comment