গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের আলোচিত মাদকব্যবসায়ী ইদ্রিস আলীকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল (ইউএসএ), পিস্তলের পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পাঁচ পিস ইয়াবা ও পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মহাম্মদপুর গ্রামের মাদকব্যবসায়ী কাজলের বাড়িতে ওই সফল অভিযান চালায় পুলিশ। ইদ্রিস আলী শুধু মাদকব্যবসায়ীই নয় সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানায় পুলিশ। গ্রেফতার ইদ্রিস আলী মহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে। অভিযানের সময় পালিয়ে গেছে কাজল ও তার সহযোগী মোকলেছুর রহমান মোকলেছ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, মহাম্মদপুর গ্রামের সাদু মিয়ার ছেলে ফেনসিডিলব্যবসায়ী কাজল হোসেনের বাড়িতে অস্ত্র ও মাদক নিয়ে কয়েকজন অবস্থান করছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনজার্চ উপসহকারী পরিদর্শক (এএসআই) সুফল কুমার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। কাজলের বাড়িতে পৌঁছুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজল ও তার সহযোগী একই গ্রামের মওলা বক্সের ছেলে মোকলেছ পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ইদ্রিস আলীকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হন পুলিশের ওই অভিযান দলের সদস্যরা।
এদিকে গতরাতে গাংনী থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকব্যবসা, মাদকসেবনের আখড়া ও উৎস এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইদ্রিস আলী। এ তথ্য নিশ্চিত করে গাংনী থানার ওসি আরো জানান, ইদ্রিস আলী এবং পলাতক কাজল ও মোকলেছের বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। ওই মামলায় আজ সোমবার ইদ্রিসকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে ইদ্রিসের সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে। ইদ্রিস আলীর নামে কুষ্টিয়ার মিরপুর ও গাংনী থানায় দুটি মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানান তিনি।