স্টাফ রিপোর্টার: প্রথম দু আসরের সব বিতর্ক, সমালোচনা পেছনে ফেলে নতুন পথচলায় বিপিএলকে নতুন করে উপস্থাপন করকে চায় বিসিবি। বোর্ড প্রধান নাজমুল হাসান বেশ কয়েকবারই বলেছেন, আগের সব পঙ্কিলতা ঝেড়ে ফেলে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে দৃঢ় পদক্ষেপে পথ চলতেই এতটা সময় নিয়ে আবার আয়োজন করা হচ্ছে বিপিএল। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিতর্ক এড়াতে এবার বাংলাদেশের বাজার ও বাস্তবতা বিবেচনায় বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে দেয়া হয়েছে ক্রিকেটারদের। পারিশ্রমিকের অর্থ নিশ্চিত করতে আগেই ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে রেখেছে বিসিবি। ফিক্সিংসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে ক্রিকেটারদের বিরত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর মতোই প্রতিটি টিম হোটেলে রাখা হচ্ছে আকসু সদস্যদের। সচেতনতা ও শিক্ষামূলক কার্যক্রমও চলছে নিয়মিত। প্রতিটি দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, কর্মকর্তাদের নিয়ে দু দফায় সচেতনামূলক ক্লাস নিয়েছেন আকসু কর্মকর্তারা। শনিবারই তেমনই একটি ক্লাস শেষে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলপতি মাশরাফি বিন মুর্তজা এ উদ্যোগের প্রশংসা করলেন।
আশরাফুলকে নিয়ে বানানো একটা সচেতনতামূলক ভিডিও দেখানো হয়েছে আমাদের। কিভাবে বল বয় থেকে শুরু করে আস্তে আস্তে খ্যাতির চূড়ায় পৌঁছেছিলো আশরাফুল এবং ভুল পথে পা বাড়ানোয় সেখান থেকে পতন, সেটা দেখানো হয়েছে। আমি মনে করি, বিশেষ করে জুনিয়ার ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে এখান থেকে। মাশরাফির বিশ্বাস, এবার বিতর্কমুক্ত থাকবে বিপিএল। আসলে কেউ এসব করতে চাইলে তাকে রোখা মুশকিল। তবে বিসিবি নিজেদের চেষ্টা করে যাচ্ছে, এটা খুব ভালো দিক। অনেক উদ্যোগই নিয়েছে তারা। আশা করি, এসব উদ্যোগ ফলপ্রসূ হবে। ভালো-মন্দে উপলব্ধি সবাই করতে পারবো।