দৃষ্টি টি-টোয়েন্টি বিশ্বকাপে

মাথাভাঙ্গা মনিটর: আগামী মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে ভারতে। সেই টুর্নামেন্টের জন্য ভালো একটি প্রস্তুতির আশা করা হচ্ছে এবারের বিপিএল দিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসে গতকাল শনিবার সংবাদমাধ্যমে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ কিছু ভালো ক্রিকেটার পেতে পারে এ টুর্নামেন্ট থেকে।
বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফির কণ্ঠেও আশার সুর। আমরা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খুব ভালো করতে পারি না কারণ ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি একদমই খেলা হয় না। গত আড়াই বছরে কোনো ঘরোয়া টি-টোয়েন্টি হয়নি। টি-টোয়েন্টির উপযোগী ক্রিকেটারও তাই বেরিয়ে আসেনি। এবার বিপিএল বাংলাদেশের জন্য খুব ভালো সময়ে হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি হবে। আশা করছি, কার্যকরী কিছু ক্রিকেটারও পাব আমরা।