মেহেরপুর অফিস: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বিএম) কলেজের সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন চলে। নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে মো. মোখলেছুর রহমান ওই পদে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, সহসভাপতি শহিদুল ইসলাম, মো. আবুল কাশেম ও তাহাজুদ্দিন, সহসম্পাদক বায়োজিদ হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ। জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান পদত্যাগ করায় তার পদটি শূণ্য হয়।