স্টাফ রিপোর্টার: লেজার শো, আতশবাজি আর বলিউড হার্টথ্রুব হৃত্বিক- জ্যাকুলিনের নাচে জমকালো উদ্বোধন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের।
গতকাল শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এ জমকালো উদ্বোধনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চু, মমতাজ আর বলিউডের প্লে-ব্যাক শিল্পী কেকে খ্যাত কুষ্ণকুমার কুন্নাথ। তবে উদ্বোধনী অনুষ্ঠানের পরতে পরতে ছিলো সমন্বয়হীনতা আর পরিকল্পনার অভাব। হৃত্বিক রোশান আর জ্যাকুলিন ফার্নান্দেজের কয়েক মিনিটের উপস্থিতিতে অনেক দর্শকই নিজেদের প্রতারিত ভাবছেন। আতশবাজি ফুটিয়ে রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান।
উদ্বোধন ঘোষণার পর আসরের ছয় দলের অধিনায়ককে মঞ্চে ডাকা হয়। তবে রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় তার জায়গায় আসেন সৌম্য সরকার। বিকেল সাড়ে ৫টায় নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর মঞ্চে ওঠেন আইয়ুব বাচ্চু, তার ব্যান্ড এলআরবি নিয়ে। এলআরবির পরিবেশনা শেষে খানিকটা ভিন্ন স্বাদ দেয়া হয় বড় পর্দায় বিপিএলের গত দু আসরের কিছু ভিডিও ক্লিপিংস দেখিয়ে। এরপর মঞ্চে ওঠে সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকূট। তারাও নিজেদের জনপ্রিয় ও নিয়মিত গান শোনান। দর্শকের তুমুল উল্লাসের মাঝে পরে মঞ্চে ওঠেন মমতাজ। এরপরই আসে আনুষ্ঠানিক ঘোষণা। উদ্বোধন ঘোষণার পর মঞ্চে ওঠেন ভারতের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি তুমূল জনপ্রিয় কেকে নামে। কেকে’র পরিবেশনার পরই মঞ্চে ওঠেন দু বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও হৃত্বিক রোশান। তবে এ দু হার্টথ্রুবের কয়েক মিনিটের পারফরমেন্স হতাশাই বাড়িয়েছে দর্শকদের।
এছাড়া বিপিএলের উদ্বোধনী আয়োজন যথারীতি আগের মতোই ছিলো প্রশ্নবিদ্ধ। বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় দেড় ঘণ্টা দেরিতে। মাঠে ঢুকতে ব্যাপক হয়রানির শিকার হতে হয় দর্শকদের। টিকেটে লেখা থাকা গেট নম্বর অনুযায়ী মাঠে ঢুকতে পেরেছেন কম দর্শকই। সন্ধ্যা সাড়ে ৭টায় টিকেটধারী কিছু দর্শক হুড়োহুড়ি করে মাঠে ঢুকতে চাইলে গেটের নিরাপত্তাকর্মীদের হাতে ব্যাপক মারধরের শিকার হন।