স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড এর যৌথ মতবিনিময়সভা গতকাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়ের প্রথম দিনে চুয়াডাঙ্গা জেলার নির্বাচিত মুক্তিযোদ্ধাদের সাথে কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করেছেন। জেলা ইউনিট কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল উপজেলা ও জেলা কমান্ডের নির্বাচিত কমান্ডারগণ ওই সভায় উপস্থিত ছিলেন। সভায় মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার এবং ৭১’র যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানানো হয়। মতবিনিময়সভায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহকারী সেক্রেটারি জেনারেল মো. আরজু, সহ. সে. (সাংগঠনিক) মো. সেলিম, মো. রমজান (সহ. সে. দফতর) এবং সহ. সে. (যুদ্ধাহত পুণর্বাসন) মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন ।