কম্পিউটার বিজ্ঞান সপ্তাহে দেশজুড়ে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার: ৭ থেকে ১৩ ডিসেম্বর বিশ্ব কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে দেশব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। সপ্তাহব্যাপী এ আয়োজনের সহআয়োজক হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। কম্পিইটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ পালনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আওয়ার অব কোড নামে এক ঘণ্টার প্রোগ্রামিং, হাইস্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে সভা-সেমিনার-কর্মশালা ও প্রোগ্রামিং আড্ডা থাকবে। কম্পিউটার বিজ্ঞান সপ্তাহ পালন উপলক্ষে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রতিযোগিতাটিতে তিন সহস্রাধিক প্রোগ্রামার অংশ নেবে বলে আশা প্রকাশ করেছে বিডিওএসএন কর্তৃপক্ষ। ১২ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা তিনজনের দলে অংশ নিতে পারবে। আর ১৫ ডিসেম্বর ঢাকায় আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম জানান, গত বছর ‘আওয়ার অব কোড’ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। বিশ্বে এখন নতুন করে অনেক প্রোগ্রামার প্রয়োজন। এ বাস্তবতায় ছোটবেলা থেকে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে পারলে বিপুলসংখ্যক বিশ্বমানের প্রোগ্রামার তৈরি করা সম্ভব। আয়োজক বিডিওএসএনের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল জানান, ডিসেম্বরের সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে ২০ নভেম্বর থেকে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড শুরু হচ্ছে। সচেতনতা কর্মসূচি, প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ এবং অনুশীলনের জন্য অনলাইন কনটেস্ট। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিডিওএসএনের নির্বাহী সদস্য নোভা আহমেদ জানান, মেয়েদের আলাদাভাবে এগিয়ে আসার জন্য আরও বেশি বেশি উদ্যোগ নেয়া প্রয়োজন। এ দেশের অনেক মেয়ে প্রোগ্রামার এখন সারাবিশ্বে কাজ করছে। ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট এ ধারাকে আরও এগিয়ে নেবে। অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য কোনো নিবন্ধন ফির প্রয়োজন নেই। হাইস্কুল এবং অন্যান্য এ দু ক্যাটাগরিতে যে কেউ অংশ নিতে পারবে।