আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কুমারী গ্রামে দরিদ্র নারীদের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করেছে রোটারি অব উত্তরা মডেল টাউন। কুমারী প্রাথমিক বালিকা বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে রোটারি ক্লাব অব উত্তরা মডেল টাউনের পক্ষ থেকে দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব উত্তরা মডেল টাউনের সভাপতি আফরোজা নাসরীন। বিশেষ অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ড. মঈনুল হক আনছারী, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, রোটারিয়ান সহকারী ডিস্ট্রিক গর্ভনর চার্টার প্রেসিডেন্ট খন্দকার আব্দুস সালাম, রোটারিয়ান সার্জেন্ট অ্যাট আর্মস মারসাদ আক্তার খুকী, রোটিয়ান সার্ভিস প্রজেক্টের পরিচালক ডা. রেজামুল হক এলিম, রোটারিয়ান রোটারি ক্লাব অব উত্তরা মডেল টাউনের সদস্য রাজিয়া কাশেম, মেজর (অব.) আবুল কাশেম, কুমারী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম হুসনে আরা জাহান। রোটারিয়ান রোটারি ক্লাব অব উত্তরা মডেল টাউনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন (অব.) নুরুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।