মালির রাজধানী বামাকোর কেন্দ্রস্থলে রেডিসন ব্লু হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে বিলাসবহুল এই হোটেলটিতে কয়েকজন বন্দুকধারী হামলা চালায়।
হোটেলটিতে কর্মী ও অতিথিসহ ১৭০ জনকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছিল হোটেল কর্তৃপক্ষ।
হোটেল থেকে জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এখন পর্যন্ত ৮০ জনের মতো জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস জানিয়েছেন, তারা জিম্মিদের উদ্ধারে যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।
মালির স্থানীয় একটি সংবাদপত্র জানায়, অন্তত ১০ জন সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত রয়েছে। তারা সকালে একটি কূটনৈতিক গাড়িতে করে হোটেলে প্রবেশ করে।
হামলাকারীরা মালির জঙ্গি গোষ্ঠি ’আনসার আল-দ্বীন’ এর সদস্য বলে জানিয়েছে আলজাজিরা। এই গ্রুপটি মালিতে ইসলামী শরিয়া চালুর জন্য কাজ করছে।
হোটেলটিতে চীন, ফ্রান্স, ভারত ও তুরস্কসহ অন্যান্য দেশের নাগরিকরা আটকা পড়েছেন। এরমধ্যে তুরস্কের তিনজনকে মুক্তি দেয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, পুলিশ হোটেলটি ঘিরে রেখেছে। হোটেলটির বাইরে থেকে গুলির শব্দ শুনেছেন প্রত্যক্ষদর্শীরা।
আফ্রিকান দেশ মালির এই হোটেলটি পরিচালনা করে আমেরিকানরা। হোটিলেটিতে ১৯০টি রুম, সুইমিংপুলসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।