দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা দলকা লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান আর নেই (ইন্না লিল্লাহে…….রাজেইন)। উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষ্মীপুরের মৃত পাচু মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৮০) গত বুধবার রাত ১২ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশের একটি চৌকসদল গার্ড অফ অনার প্রদান করে। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যুকালে সিদ্দিকুর রহমান স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি, নাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।