খবর:(আলমডাঙ্গার সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ৮টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা)
হায়রে খেলা মজার খেলা
ফেলছো কেটে গাছ,
বাঁওড়-বিলে পানির অভাব
যাচ্ছে মরে মাছ।
দিনে দিনে নদী ভরাট
হচ্ছে ভরাট খাল,
হচ্ছে লোপাট অনেক কিছু
যায় দেখা আজ-কাল।
চোর-ডাকাতের বাড় বেড়েছে
ঘেন্না লাগে ছি,
বিপন্ন হয় এই পরিবেশ
করবো এখন কী?
-আহাদ আলী মোল্লা
19.11.2015