স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে গত বুধবার মধ্যরাতে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতি হয়েছে। ডাকাতরা বরযাত্রীবাহি মাইক্রোবাস, প্রাইভেট, বাস, ট্রাকসহ অর্ধশত পরিবহনে ডাকাতি করে। তব কতো টাকার মালামাল লুট হয়েছে তা জানা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছুলে ডাকাতদল পালিয়ে যায়। বুধবার রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ যশোর সড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া একটি মাইক্রোবাসের যাত্রী মাসুদ জানান, তার যশোর বিয়ে শেষে রাতে ঝিনাইদহে ফিরছিলেন। তারা ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে পৌঁছুলে ডাকাতরা সড়কের ওপর গাছ ফেলে ডাকাতি শুরু করে। এ সময় রাস্তার দুই পাশে অর্ধশত গাড়ি দাড়িয়ে ছিলো। তবে এ সময় কেউ আহত হয়েছে কি-না জানা যায়নি। কালীগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রজব আলী মন্টু জানান, ডাকাতির বিষয়ে তাদের কেও জানায় নি। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুলালমুন্দিয়া নামকস্থানে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাতদল। তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। তবে কোনো ডাকাতি হয়নি বলে ওসি দাবি করেন।