নওগাঁয় ভণ্ড কবিরাজের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীর আলম ওরফে স্বপন নামের এক ভণ্ড কবিরাজকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মমহাদেবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা একেএম তাসকিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। নওগাঁ সিভিল সার্জন পুলিশের সহযোগিতায় কাথিত ও ভণ্ড কবিরাজকে তার আস্তানা খোর্দ্দনারায়নপুরের মাজার প্রাঙ্গন থেকে আটক করে। গত আড়াই বছর ধরে পুরাতন একটি কবরকে মাজার লাল সালু দিয়ে ঘিরে বাণিজ্য শুরু করে। অবশ্য প্রতারণার ওই দোকান জমে ওঠার আগেই সচেতনতার আলোয় বন্ধ হয়ে গেলো। প্রতারিত হওয়া থেকে রক্ষা পেলো এলাকার সরল সোজা সাধারণ মানুষ।