মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের আয়োজন করায় ৫ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের গোয়াহুদা গ্রামের আহম্মদ আলীর মেয়ে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার মিলির (১৬) গতকাল রোববার বিয়ের আয়োজন করা হয়। সংবাদটি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান গোপন সূত্রে জানতে পেরে ওই রাতেই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাজির বাড়ীতে অভিযান চালিয়ে ছেলে ও মেয়ের স্বাক্ষরিত শাদা স্ট্যাম্পসহ ভুয়া কাগজপত্র উদ্ধার করে কাজি আনিচুর রহমান ও তার সহযোগী সিদ্দিকুর রহমানকে আটক করেন। একই সাথে মেয়ের পিতা আহম্মদ আলী, দু মামা আশাফুজ্জামান ও জসিম উদ্দিনকে আটক করেন। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুর রহমান জানান, বাল্যবিয়ে নিরোধ আইনে সকলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি আরো বলেন, কাজি আনিচুর রহমান মহেশপুর উপজেলার বৈচিতলা মাদরাসার সহকারী সুপার এবং সিদ্দিকুর রহমান পার্শ্ববতী জীবননগর উপজেলার হাসাদাহ মাদরাসার সহসুপার। তাদের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে।