দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ইসরাফিল ওরফে বজলু নামের এক গাঁজা বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত গাঁজা বিক্রেতা বজলু (৩৫) জয়রামপুর কলোনীপাড়ার মৃত সামসুল হকের ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের মৃত সামসুল হকের ছেলে এলাকার চিহ্নিত গাঁজা বিক্রেতা ইসরাফিল হোসেন বজলু গতকাল সোমবার সকাল ১০টার দিকে তার বাড়িতে গাঁজা বিক্রি করছে এমন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বজলুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে দুপুরে বজলুকে গাঁজাসহ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বজলুর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।