দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বসতভিটার জমি নিয়ে প্রতিবেশীর হাতে গৃহবধূসহ ৩ জন আহত হয়েছে। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার চিৎলা গোরস্তানপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গোরস্তানপাড়ার বিশারত আলীর ছেলে আলী কদর মিরাজ ও প্রতিবেশী ওহিদ মোল্লার ছেলে রেজাউল মোল্লার মধ্যে বসতভিটার জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। গত রোববার সন্ধ্যায় ওই জমির বিষয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে প্রতিবেশী রেজাউল ও তার ছেলে মিনারুল প্রতিপক্ষ মিরাজ (৩৫), তার স্ত্রী চামেলী (২৭) ও বোন ছপুরাকে (২২) পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মিরাজের পিতা বিশারত বাদী হয়ে দামুড়হুদা থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত রেজাউল মোল্লার ছেলে আনারুল বলেছেন, প্রতিপক্ষ আমাদের বাড়িতে ঢুকে মারতে আসে এবং ঘটনার পর তারা আমাদের বাড়িঘরে লুটপাটসহ একটি আলমসাধু নিয়ে গেছে।