জঙ্গি তাণ্ডবের সুইচ খালেদা জিয়ার হাতে তাই জাতীয় ঐক্য ও সংলাপ তামাশা মাত্র
রহমান মুকুল: বেগম খালেদা জিয়া পেট্রোল বোমা, বাসে আগুন লাগিয়ে বোমা মেরে আগুন সন্ত্রাসীর মাধ্যমে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে সরকারকে হঠানোর পরিকল্পনার করেছিলো। তার এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি লন্ডনে বসে বার বার সংলাপের কথা বলছেন। তাণ্ডবের সুইচ খালেদা জিয়ার হাতে। জাতীয় ঐক্য ও সংলাপ তামাশা মাত্র। তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু উক্ত বক্তব্য রাখেন। গতকাল কুষ্টিয়া জেলার মিরপুর ফুটবলমাঠে জাসদের এক জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ওই বক্তব্য রাখেন। উপজেলা জাসদের সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ নেতা রবিউল আলম- এমপি, নারীজোট নেত্রী আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় নেতা করিম সিকদার, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন আলী, সাধারণ সম্পাদক আ. আলম স্বপন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ। জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা জাসদের আহ্বায়ক আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান এম. সবেদ আলী, আলমডাঙ্গা উপজেলা জাসদ সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, উপজেলা জাসদের সদস্য আমবাড়িয়া ইউনিয়ন জাসদ সভাপতি সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন, মালিহাদ ইউপি চেয়ারম্যান উপজেলা জাসদের সদস্য বদর উদ্দিন ভদু, বারইপাড়া উপজেলা চেয়ারম্যান উপজেলা জাসদের সদস্য সাইদুর রহমান ও উপজেলা জাসদের সদস্য আত্তাব উদ্দিন।