আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পশুহাট এলাকায় বার্ষিক বাউল মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন যৌথভাবে আওয়ামী লীগ নেতা মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার ও জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ইসলাম শাহ’র আয়োজনে ৩২তম ওই বাউল মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হবি সাধুর সভাপতিত্বে বাউল মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, যুগ্মআহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগ সদস্য হাফিজুর রহমান কালু, সবুজ আহমেদ, মিলন ওয়াসিম, সোহেল রানা শাহীন, সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল, বিপ্লব, আব্দুর রাজ্জাক।
আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক কমিশনার শাহীন রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, তিতুদহ ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদ, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা আবু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সম্পাদক সজল, হাসান, জ্যাকি, মাফি, আলমডাঙ্গা যুবলীগ নেতা লক্ষ্মণ, সুজান, সিরাজুল ইসলাম, সাজু, শাহাবুদ্দীন, উৎপল, বাপ্পি, লিটন, আব্দুল কাদের রানা, তহিদ, সাহাবুল, আরিফ, রশিদ, সম্রাট, কলেজ ছাত্রলীগ নেতা পিন্টু, রনি, সুরুজ, সুমন, সজিব, সাগর, ইমরান, শাহাবুদ্দীন প্রমুখ।
ছবিঃ আলমডাঙ্গায় বাউলমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জিপু চৌধুরী।