হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া উদয়ন তরুণ সংঘ আয়োজিত গাদি টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার বিকেলে হাটবোয়ালিয়া ফুটবলমাঠে অনুষ্ঠিত হয়েছে।
আলমডাঙ্গার কেশবপুর গাদি দল ও গাংনীর কেশবনগর গাদি দলের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গাদিতে গাংনী কেশবনগর গাদি দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার হিসেবে দুটি খাসি ছাগল প্রদান করা হয়। ভাংবাড়িয়া ইউপি যুবলীগের সভাপতি আজাদ আলী বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউপি আলীগ সভাপতি আশাবুল হক ঠাণ্ডু। বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা জিনারুল ইসলাম বিশ্বাস, যুবলীগের সহসভাপতি আশরাফুল হক নান্নু বিশ্বাস, কিয়াম উদ্দিন মেম্বার, মুক্তিযোদ্ধা কাশেম মাস্টার, শরিফুজ্জামান লাকী মাস্টার, কালু জোয়ার্দ্দার প্রমুখ।
খেলায় রেফারি ছিলেন জাকির হোসেন, লাইন্সম্যান ছিলেন ফজলুল হক, শাহান বিশ্বাস, রবিউল ইসলাম, মিন্টো, রেজাউল ও লিঠু। খেলার ধারাভাষ্যে ছিলেন শাহাবুল ইসলাম ও আবুল বাশার ।