দামুড়হুদায় জামায়াতে ইসলামীর আমির শরিফুল আলম ইউপি চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি দামুড়হুদা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং গুলশানপাড়ার বাসিন্দা। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারাসহ ১৯০৮ সালের বিষ্ফোরক আইনের ৪ ধারার অপরাধে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১০) ধারা মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরো বলেন, এ সংক্রান্ত গত ৯ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহম্মেদ স্বাক্ষরিত প্রেরিত চিঠির আদেশ গত বৃহস্পতিবার আমার হস্তগত হয়। বিষয়টি আজ রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে এবং ওই আদেশের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ মে সরকার বিরোধী নাশকতা সৃষ্টির অপরাধে পুলিশ ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনকে তার দামুড়হুদা গুলশানপাড়াস্থ বাসা থেকে আটক করে। পরে অস্ত্র, বোমা ও জিহাদি বই উদ্ধার দেখিয়ে তার নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে তার নামে মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করে।

Leave a comment