স্টাফ রিপোর্টার: ব্যাটিং ব্যর্থতার পর দুর্বল ফিল্ডিঙে জিম্বাবুয়ের বিপক্ষে অবশেষে হারের স্বাদ পেলো টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা। ফলে ১-১ সমতায় থেকে সিরিজ শেষ হলো। বাংলাদেশের দেয়া ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। সফরে এটিই তাদের একমাত্র জয়।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি এল্টন চিগুম্বুরাদের। শুরুতেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ভয়াবহ চাপের মুখে পড়ে তারা। স্বাগতিক বোলারদের দলবদ্ধ আক্রমণে সফরকারীদের কোনো ব্যাটসম্যানই ক্রিজে স্থায়ী হতে পারেনি। এক পর্যায়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিলো ৯ ওভারে ৫ উইকেটে ৩৯ রান। তবে শিগগিরই লক জংবির ৩৪ আর ওয়ালারের ৪০ রানে খেলায় ফিরে আসে জিম্বাবুয়ে। শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিলো ১৮ রান। নাসির হোসেনের ওই ওভারে ১ বল হাতে রেখেই জয়সূচক রান নিয়ে নেন নেভিলে মাদজিভা। ফলে ৩ উইকেটের জয় নিশ্চিত হয় সফরকারীদের।
এরআগে রোববার মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। শুরুতে দুই ওপেনার দুরন্ত সূচনা এনে দেয় বাংলাদেশের জন্য। তবে এরপরে আর কেউ সাবলীল ব্যাট করতে পারেনি। আনামুল দীর্ঘসময় উইকেটে থাকলেও সুবিধা করতে পারেননি। ৫১ বলে ৪৭ রান করে রান আউট হন ওয়ান ডাউনে নামা এ ব্যাটসম্যান। নেভিলে মাদজিভা তার ১৯ বলে ২ ছক্কা আর ৩ চারে জয় নির্ধারণী ২৭ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হন। সিরিজ সেরা হন ম্যালকম ওয়ালার।