আজ সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহ বাজারে স্থানীয় যুবলীগের দু গ্র“পের সংঘর্ষে আজিজুল ইসলাম নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন যুবলীগের অপরপক্ষের কর্মী বুদো। সংঘর্ষের সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটালে গোলাগুলির গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুর্হর্তের মধ্যে স্থানীয় বাজার জনশূন্য হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাগরিবের আজানের সময় স্থানীয় যুবলীগের আন্তদ্বন্দের জের ধরে সংঘর্ষ শুরু হয়। ভুজালী ও ধারালো অস্ত্রের কোপে আজিজুল ইসলাম ও বুদো নামের যুবলীগের দু কর্মী আহত হয়। দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। আজিজুল ডিঙ্গেদহ মানিকদিহির আবুল মণ্ডলের ছেলে।
ডিঙ্গেদহে পুলিশ মতায়েন করা হয়েছে।