গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার বিকেলে নওদা হোগলবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উদ্বোধন করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন বামন্দী ইউনিয়ন আ.লীগ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ভেন্ডার, কাথুলি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, কৃষকলীগ নেতা আতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ, সাবেক ছাত্রনেতা রিয়াজ আহমেদ, আসাদুজ্জামান, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ছাতিয়ান গ্রাম আওয়ামী লীগের সভাপতি আবু হুরায়রা, সম্পাদক মতিয়ার রহমান, বাওট গ্রাম আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি, সম্পাদক সাহাবুল ইসলাম, যুবলীগ নেতা আতিয়ার রহমান বান্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ নেতৃবৃন্দ। মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে আবুল হাসেমকে সভাপতি ও আব্দুল বারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।