গাংনীর ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদে অসন্তোষ সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে চার সদস্যের পদত্যাগ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের ভেতরে চলছে চরম অসন্তোষ। সভাপতি জিয়ারুল ইসলামের দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে চার সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হচ্ছেন অভিভাবক সদস্য সেলিম রেজা, শফিকুল ইসলাম, দুলাল ও বিউটি। গত ৯ নভেম্বর জেলা শিক্ষা অফিসারে কাছে তারা লিখিত পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে চারজন অভিন্ন অভিযোগ করে বলেছেন, পরিচালনা পর্ষদের সভাপতি জিয়ারুল ইসলাম অন্যায়ভাবে প্রধান শিক্ষককে গালিগালাজ করেন। বেশ কিছুদিন আগে প্রধান শিক্ষকের নিকট থেকে বিদ্যালয় তহবিলের দু লাখ টাকা জোরপূর্বক গ্রহণ করলেও তিনি তা ফেরত দেননি। সভাপতির এ ধরনের কার্যকলাপে বিদ্যালয় পরিচালনা কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও সভা চলাকালীন সময়ে সভাপতির লাঠিয়াল বাহিনীর সদস্যরা অবস্থান করে। সবকিছু তিনি গায়ের জোরেই করেন। তাই নিরুপায় হয়ে সম্মান রক্ষায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান। বিদ্যালয় তহবিলে টাকা ফেরত দিতে প্রধান শিক্ষক মশিউর রহমান গত ৭ নভেম্বর একপত্রে টাকাগুলো বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা প্রদানের জন্য অনুরোধ করেন। কিন্তু বিষয়টি তিনি কর্ণপাত করেননি। ফলে পরিচালনা পর্ষদের ভেতরে চরম অসন্তোষ দানা বেঁধে ওঠে। জেলা শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষাবোর্ডকে অবহিত করা হচ্ছে।