কুষ্টিয়ায় রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদরের বিসিক শিল্পনগরী এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। নবজাতককে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
লাভলু নামে এক ব্যক্তি ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, মহাসড়কের পাশে তার একটি দোকান আছে। সকালে তিনি তার দোকানের পেছনের দিকে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় নৈশপ্রহরী রেজাউল ও আনোয়ারা বেগম নামে এক নারীর সহায়তায় শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টার দিকে শিশু বিশেষজ্ঞ আইয়ুব আলী ওই নবজাতকের চিকিৎসা শুরু করেন।
তিনি বলেন, নবজাতকটি ছেলে। তার বয়স একদিন হতে পারে। তার ওজন দুই পাউন্ড, যা খুবই কম। তার ঠাণ্ডাজনিত সমস্যা আছে। দ্রুত তাকে ইনকিউবেটরে রেখে উষ্ণতা দেয়া দরকার। কিন্তু এই হাসপাতালের ইনকিউবেটরটি সচল নয়। খবর পেয়ে মেঘ নামের এক নারীকে সাথে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসেন কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান। দুজনে মিলে ওই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় ওই ক্লিনিক থেকে নবজাতককে ফেরত পাঠানো হয়। পরে তাকে ফের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নেয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজে। কুষ্টিয়া মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ এবি সিদ্দিকী পরীক্ষা করে নবজাতককে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। একই সাথে তাকে অক্সিজেন দিয়ে রাখতে বলেন ওই চিকিৎসক।

 

Leave a comment