ওয়ার্নের কাছে হোয়াইটওয়াশ শচীন

মাথাভাঙ্গা মনিটর: অলস্টার টি-টোয়েন্টি সিরিজে শচীনের ব্লাস্টার্সের বিপক্ষে সিরিজ জিতলো ওয়ার্নের দল ওয়ার্ন ওরিয়র্স। গত শনিবার রাতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শচীন ব্লাস্টার্সকে ৪ উইকেটে হারায় ওয়ার্নের দল। লস এঞ্জেলসের ডডজার স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্লাস্টার্সের অধিনায়ক শচীন টেন্ডুলকার। ব্যাট করতে নেমে নির্ধারতি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে শচীন ব্লাস্টার্স। তবে ২২০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১ বল হাতে থাকতেই চার উইকেটের জয় তুলে নেয় ওয়ার্ন ওরিয়র্স। খেলাটা যেন শুরু হয়েছিলো দ্বিতীয় টি-টোয়েন্টির মতোই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ওয়ার্নের দল করেছিলো ২৬২ রান। সেই রান টপকাতে গিয়ে শচীনের দল করেছিল ২০৫ রান।

ক্রিকেট থেকে অবসর নেয়া সাবেকদের খেলা দেখতে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কে কেমন খেলছে সেটা বড় কথা নয়, ক্রিকেটের সব স্টার একসাথে খেলছে সেটাই ছিলো দর্শকদের জন্য স্মরণীয় বিষয়। শেষ টি-টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাট করতে থাকে শচীন-শেবাগরা। উদ্বোধনী জুটিতে আসে মাত্র ৩.৫ ওভারে ৫৫ রান। ক্রমেই বিপদজ্জনক হয়ে ওঠা শেবাগকে আউট করেন ভেট্টরি। শেবাগ ২৭ বলে করেন ৫৫ রান। এরপর জয়াবর্ধেনেকে নিয়ে জুটি বাঁধেন শচীন। ৯.৩ ওভারে দলীয় রান যখন ১২৯ তখন আউট হন অধিনায়ক শচীন। তিনি করেন ২৭ রান। এরপরেই আউট হন জয়াবর্ধেনে। মাত্র ১৮ বল খেলে তিনি করেন ৪১ রান। এদিন ফিফটি করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি ৩৭ বল খেলে ৫০ রান করেন। এছাড়া হোপার অপরাজিত ৩৩ রান করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ২১৯ রানের ফাইটিং স্কোর করে শচীন ব্লাস্টার্স। ওয়ার্ন ওরিয়র্সের ভেট্টরি ৩টি উইকেট লাভ করেন।

২২০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ওয়ার্ন ওরিয়র্সের। দলীয় ০ রানে প্রথম উইকেট হারায় ওয়ার্নের দল। এরপর সাইমন্ড-হেডেনের ৫০ রানের জুটি কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।  সাইমন্ড ১৯ বলে ৩১ রান করে আউট হন। এরপরই আউট হন হেডেনও। তিনি করেন মাত্র ১২ রান। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করা ওয়ার্ন ওরিয়র্স। তবে সাঙ্গাকারার ২১ বলে ৪২, পন্টিংয়ের ২৫ বলে অপরাজিত ৪৩ এবং ক্যালিসের ২৩ বলে ৪৭ রানের ইনিংসের কল্যাণে ১ বল হাতে থাকতেই ২২৪ রান করে ওয়ার্ন ওরিয়র্স। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জ্যাক ক্যালিস। সিরিজ সেরা হন কুমার সাঙ্গাকারা। এ জয়ের ফলে শচীন ব্লাস্টার্সের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ৩-০ তে জিতে নিল ওয়ার্ন ওরিয়র্স।