আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খাসকররা বাজার কমিটির সভাপতি মিজানকে মারধর ও ড্যাগার মারার অভিযোগ উঠেছে একই গ্রামের এক সময়ের সর্বহারা পার্টির শীর্ষনেতা নজুর ছেলে শাফায়েতের বিরুদ্ধে। এ ঘটনায় গত রাতে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
জানা গেছে, খাসকররা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শামসুদ্দীনের ছেলে শুকুর আলী গত শুক্রবার রাত ১০টার দিকে খাসকররা বাজার থেকে বাড়ি ফিরছিলো। এ সময় অজ্ঞাত ব্যক্তি তার পিছু নেয়। বিষয়টি টের পেয়ে শুকুর আলী দৌঁড়ে বাড়ি ফিরে তার ছোট ভাই খাসকররা বাজার কমিটির সভাপতি মিজানকে ঘটনাটি জানায়। মিজান সন্দেহ করে খাসকররা গ্রামের এক সময়ের সর্বহারার শীর্ষনেতা প্রতিপক্ষের হাতে নিহত নজুর ছেলে শাফায়েতকে। শাফায়েত প্রতিদিন গভীর রাতে মাইক্রোবাসে ঝিনাইদহের দিকে চলে যায়। বিষয়টি নিয়ে এলাকার অনেকেরই মনে সন্দেহ দানা বেধেছে। এ বিষয়ে মিজান গত রাত পৌনে ৯টার দিকে শাফায়েতকে জিজ্ঞেস করেন সে প্রতি রাতে মাইক্রোবাস নিয়ে কোথায় যায়? এ প্রশ্নে ক্ষিপ্ত হয়ে উঠে শাফায়েত। সে তার হাতে থাকা ড্যাগার দিয়ে মিজানকে আঘাত করতে গেলে মিজান হাত দিয়ে বাঁধা দিতে যায়। এতে তার হাতের একটি আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। এ সময় লাঠি দিয়েও মিজানকে বেধড়ক পিটিয়েছে শাফায়েত। জখম মিজান জানিয়েছেন, শাফায়েতের পিতা সন্ত্রাসী ছিলো। তার বড় ভাই সাইফুলও ক্রসফায়ারে নিহত হয়েছিলো। এ ঘটনায় মিজান বাদী হয়ে গতকাল রোববার রাতে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।