মাথাভাঙ্গা মনিটর: এবি ডি ভিলিয়ার্সের শততম টেস্টের শুরুতে ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের স্পিনারদের দাপটে দ্বিতীয় টেস্টে প্রথম দিন ২১৪ রানে অলআউট হয়ে গেছে অতিথিরা। দু উদ্বোধনী ব্যাটসম্যানদের দৃঢ়তায় ব্যাঙ্গালোর টেস্টে ভালো অবস্থানে আছে বিরাট কোহলির দল। ২০০৯ সালের পর প্রথমবারের মতো ডেল স্টেইনকে ছাড়া খেলতে নামা দক্ষিণ আফ্রিকা শেষ সেশনে ২২ ওভার বল করে কোনো উইকেট নিতে পারেনি। ভার্নন ফিল্যান্ডারের অনুপস্থিতিতে বোলিঙে আরও শক্তি হারানো দলটিকে হতাশ করে এরই মধ্যে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়েছেন মুরালি বিজয় ও শিখর ধাওয়ান।
বিজয় ২৮ ও ধাওয়ান ৪৫ রানে ব্যাট করছেন। এখনও ১৩৪ রানে পিছিয়ে রয়েছে ভারত। এর আগে শনিবার এম চিন্নাস্বামি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন কোহলি। ১৯৭৪ সালের পর এই প্রথম এই মাঠে টস জিতে কোনো অধিনায়ক প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠালেন। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে বেশি সময় নেননি ভারতের স্পিনাররা। অষ্টম ওভারে জোড়া আঘাতে স্টিয়ান ফন জিল ও ফাফ দু প্লেসিকে ফিরিয়ে দেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের স্পিনাররা নেন আট উইকেট। কাইল অ্যাবট হন রান আউট। একটি উইকেট নেন পেসার বরুণ অ্যারন। তার বলে বোল্ড হয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। লাঞ্চের পর প্রথম ওভারেই ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার (৩৮)। জেপি দুমিনি (১৫), ড্যান ভিলাস (১৫) দুই অঙ্কে পৌঁছালেও খুব একটা সঙ্গ দিতে পারেননি ডি ভিলিয়ার্সকে।