স্টাফ রিপোর্টার: মেহেরপুরের চাঁদপুরে রাজমিস্ত্রির কাজ করার সময় অগ্নিদগ্ধ হয়েছেন পাশ্বর্বর্তী পাটকেলপোতার দেলোয়ার হোসেন (৫০)। গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের একটি বাড়িতে নির্মাণকাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে রড লেগে আগুন ধরে যায়। সেই আগুন দেলোয়ার হোসেনের গায়ে থাকা পোশাকে লেগে তিনি ঝলসে যান।
দেলোয়ার হোসেনকে গতকালই আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মৃত্যুর সাথে লড়ছিলেন। তিনি মেহেরপুর জেলা সদরের পিরোজপুর ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন। গতকাল পার্শ্ববর্তী চাঁদপুরে নির্মাণকাজ করতে গিয়ে বৈদ্যুতিক লাইনে পড়া রডের কারণে তার গায়ে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দেলোয়ার হোসেনের শয্যাপাশে থাকা নিকটজনেরা এসব তথ্য দিলেও তিনি কার বাড়িতে কাজ করছিলেন তা অবশ্য জানা যায়নি।