স্টাফ রিপোর্টার: ফরিদপুর চরমাধবদিয়া ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনীতে চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ এখনও পর্যন্ত নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর চারটার ১০/১২ জনের একটি ডাকাত দল ওই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় মমিন শেখ ও রশিদ শেখের বাড়িতে হানা দেয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ জানায়, এ সময় মসজিদের মাইকে ডাকাতির ঘটনাটি প্রচার করা হলে শ শ লোকজন লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। এ সময় চরমাধবদিয়ার চৌধুরীডাঙ্গী এলাকার ধানক্ষেতে লুকিয়ে থাকা দুজন এবং পাশের ঈশান গোপালপুর ইউনিয়নের চর দুর্গাপুর গ্রাম থেকে আরও দুজনকে গণপিটুনী দেয়া হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন ৫ জন। পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পংকজ চৌধুরী বলেন, ‘ডাকাতেরা চরমাধবদিয়ার কয়েকটি বাড়িতে হানা দিয়ে ডাকাতি করতে গেলে তারা পিটুনীর শিকার হন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, সকাল ৭টার দিকে চরমাধবদিয়া ও ঈশান গোপালপুর থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গণপিটুনীতেই তারা নিহত হয়েছেন।