জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ উপজেলার কালা গ্রামে অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামি তাসলিমা খাতুনকে (৪৫) তার পিতার বাড়ি থেকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কালা গ্রামের জাকের আলীর মেয়ে তাসমিলা খাতুনের নামে ঝিনাইদহ থানায় একটি জিআর মামলা রয়েছে। ওই মামলা বর্তমানে ঝিনাইদহ আদালতে বিচারাধীন। মামলায় সে হাজিরা না দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। এ অবস্থায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করে।